জামায়াত নেতার তদবিরে রাবি শিক্ষক নিয়োগ বিতর্কে
নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এক প্রার্থীর জন্য জামায়াতপন্থী সাবেক এমপি লতিফুর রহমানের সুপারিশ ফাঁস হওয়ার পর সমালোচনার ঝড় বইছে।
প্রভাষক পদে আবেদনকারী আজমীরা আফরিনের প্রবেশপত্র ‘ভুলবশত’ উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে প্রকাশ হয়। পরে তা মুছে দিয়ে তিনি বলেন, অনেকেই সিভি বা সুপারিশ পাঠান, তবে তা পরীক্ষায় কোনো প্রভাব ফেলে না। তবে সাবেক এমপি লতিফুর রহমান স্বীকার করেছেন, তিনি ফোনে প্রার্থীর বিষয়ে উপ-উপাচার্যকে বলেছিলেন।
ঘটনাটি ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ছাত্রদল ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সুপারিশকৃত সব আবেদন প্রকাশের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “তদবির-সুপারিশের সংস্কৃতি বন্ধ হয়নি, তবে আমরা কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিচ্ছি না।”