আজ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
টুইট ডেস্ক: জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
আদালতের অনুমতি অনুযায়ী, মামলার কার্যক্রম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।
বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যখন আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে রাজি হন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলায় ২০-২৫ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।
গত ১৬ জুন পলাতক শেখ হাসিনা ও কামালকে হাজির হওয়ার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। কিন্তু তারা আত্মসমর্পণ না করায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।
এ মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা প্রথম মামলা হলেও আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগে ও অপরটি ২০১৩ সালের হেফাজত কর্মসূচিতে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই এ মামলাসহ শীর্ষ মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সহায়তায় চারটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
এই মামলার সাক্ষ্য তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সাংবাদিক এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী গুরুত্বপূর্ণ সমন্বয়করা।