দেশে নারী ও কন্যাশিশু নি’র্যাতনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি

টুইট ডেস্ক : বাংলাদেশ মহিলা পরিষদের জুলাই মাসের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের জুন ও জুলাইয়ে দেশজুড়ে ৪৩৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষিত হয়েছেন ৫১ জন, যাদের মধ্যে ৩২ জন কন্যাশিশু এবং ১৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার ১১ জন এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে এক কন্যার।

যৌন সহিংসতায় আক্রান্ত হয়েছেন ১৫ জন, এসিড ও অগ্নিদগ্ধ হয়েছে ৭ জন নারী, এবং ১৭ জন নারী-কন্যা আত্মহত্যা করেছেন। জুলাইয়ে মোট ৭৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০ জন কন্যা ও ৫৬ জন নারী। এছাড়া পারিবারিক সহিংসতা, অপহরণ, পাচার, বাল্যবিয়ে ও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

মহিলা পরিষদ তাদের প্রতিবেদনে এসব তথ্য দেশব্যাপী প্রকাশিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ বিশ্লেষণের মাধ্যমে প্রদান করেছে। তারা সমাজে নারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।