জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে সারাদেশে শান্তিপূর্ণ গণমিছিল করবে জামায়াত

টুইট ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে শান্তিপূর্ণ গণমিছিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামি। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে এ কর্মসূচি সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, মাসব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার সকল মহানগরী ও জেলা শাখায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হবে। এর সফলতা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশের সকল নাগরিককে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা কামনা করেন।