গর্ভবতী স্ত্রীর চিকিৎসার খরচের জন্য বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২
টুইট ডেস্ক : রাজশাহী র্যাব-৫ গ্রেপ্তার করেছে নাটোরের সিংড়ার দুই দুর্বৃত্ত সাগর ও সুলতান প্রামানিককে, যাদের বিরুদ্ধে গর্ভবতী স্ত্রীর চিকিৎসার খরচ জোগানোর জন্য বন্ধুকে হত্যা করে তার ভ্যান চুরি করার অভিযোগ ওঠেছে। নিহত ব্যক্তি জিহাদ, যিনি সাগর ও সুলতানের বন্ধু ছিলেন।
র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানিয়েছেন, ঘটনার দিন সাগর ও সুলতান জিহাদকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে নাটোরের চলনবিল এলাকায় নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। পরে মরদেহ পানিতে ফেলে দেয়। জিহাদের মরদেহ ৩১ জুলাই সিংড়ার কলেজপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ নিহতের চুরি যাওয়া ভ্যান ও মোবাইল ফোনও উদ্ধার করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে হত্যা মামলা চলছে এবং নাটোর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের বক্তব্য, এই হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল এবং আর্থিক সংকটকে সুযোগ করে নিয়ে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর প্রতারণা সংঘটিত হয়েছে।