রাজশাহীতে প্রতিবন্ধী তরুণীকে ধ’র্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন কালু (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) দিনগত রাতে উপজেলার নান্দোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন কালু নান্দোপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান হেনার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই প্রতিবন্ধী তরুণী জ্বালানির জন্য মাঠে খড়কুটো কুড়াতে গেলে সাজ্জাদ হোসেন কালু তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

ভিকটিম তরুণীর ভাই শিমুল বিশ্বাস জানান, দীর্ঘ সময় ধরে তার বোন বাড়ি না ফেরায় খোঁজ নিতে গিয়ে মাঠে সাজ্জাদ হোসেনকে তার বোনের সঙ্গে দেখতে পান। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর তরুণী পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানালে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

দুর্গাপুর থানার এসআই রিপন কুমার দাস জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”