ছয় মাসে ২ হাজার কর্মসংস্থান, রাজশাহীতে প্রাণ-আরএফএলের লক্ষ্য ১২ হাজার
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২২ বছর পর পুনরায় চালু হওয়া রাজশাহী টেক্সটাইল মিল ঘিরে মাত্র ছয় মাসেই ২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। শনিবার (২ আগস্ট) রাজশাহীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন, লক্ষ্য ১২ হাজার’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “একটি বন্ধ কারখানাকে পুনরুজ্জীবিত করে স্বল্প সময়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টি নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ। এটি শুধু একটি মিল চালু নয়, বরং একটি অঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিটিএমসি’র ম্যানেজার মুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
আহসান খান চৌধুরী বলেন, “ঢাকামুখী চাকরির প্রবণতা বন্ধ করতে আমরা শিল্পাঞ্চলকে গ্রাম ও মফস্বলে নিয়ে যেতে চাই। রাজশাহীতে একটি শ্রমঘন শিল্প এলাকা গড়ে তুলছি, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, “এখানে গড়ে তোলা হচ্ছে একটি টেকসই (সাসটেইনেবল) গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। উৎপাদিত পণ্য হবে সম্পূর্ণ রপ্তানিমুখী। পাশাপাশি নারীদের জন্যও তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, বিশেষ করে টেলি মার্কেটিং খাতে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে বিটিএমসি’র সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির মাধ্যমে রাজশাহী টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নেয় প্রাণ-আরএফএল গ্রুপ। মাত্র দুই মাসের মধ্যে মিলের পুরনো শেড সংস্কার করে সেখানে ব্যাগ ও জুতা উৎপাদন কার্যক্রম শুরু হয়।