৫৪৭ কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্মীদের

নিজস্ব প্রতিবেদক: চাকরিচ্যুত ৫৪৭ কর্মকর্তাকে পুনর্বহাল ও ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের বরখাস্ত হওয়া কর্মকর্তারা।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কর্মকর্তারা।

লিখিত বক্তব্যে সাতক্ষীরা শাখার কর্মকর্তা আরিফা খাতুন বলেন, “আমরা সবাই দেশের ৬৪ জেলার বিভিন্ন শাখায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। অথচ ২০ জুলাই হঠাৎ ইমেইলে একযোগে আমাদের চাকরিচ্যুত করা হয়। অথচ আমাদের বিরুদ্ধে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ ছিল না। শাখা ব্যবস্থাপকগণও আমাদের কাজে সন্তুষ্ট ছিলেন।”

তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মূল্যায়ন পরীক্ষাকে চাকরিচ্যুতির অজুহাত দেখানো হয়েছে। এ ছাড়া পদের বিপরীতে নতুন নিয়োগের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং ০৪, ক্রমিক ৩.৬–এ বলা আছে, নির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে চাকরিচ্যুত করা যাবে না। আমাদের চাকরিচ্যুতি সম্পূর্ণ বেআইনি।”

সংবাদ সম্মেলনে কক্সবাজার শাখার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “যেখানে মূল্যায়ন পরীক্ষা হবে বলা হয়েছিল, সেখানে গিয়ে দেখি এটি নিয়োগ পরীক্ষা! আমাদের নিয়োগের শর্তে ছিল—এক বছরের মধ্যে অযোগ্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু আমাদের অনেকের চাকরির বয়স ২-৫ বছর। এখন আবার নতুন নিয়োগ পরীক্ষার নামে চাকরিচ্যুতি সম্পূর্ণ প্রতারণা।”

তাদের অভিযোগ, চাকরিচ্যুতির পর আর্থিক সংকট, পরিবারে মানবিক বিপর্যয় এবং অনেকের ক্ষেত্রে বয়সসীমা অতিক্রম করায় নতুন চাকরি পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

চাকরিতে পুনর্বহালসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।