রাজশাহীতে পৌরসভার ড্রেন নির্মাণে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় একটি আরসিসি ড্রেন নির্মাণে নকশা লঙ্ঘন ও কম রড ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজের অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

‘স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রকল্প’-এর আওতায় ৮ নম্বর ওয়ার্ডের ভোলাবাড়ি সড়কে ২২৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ করছে মেসার্স শাপলা ট্রেডার্স। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছেন স্থানীয় বিএনপি নেতা শামীম আহমেদ ও সুমন আলী।

পৌরসভার প্রকৌশল বিভাগের ২৭ জুলাইয়ের আকস্মিক পরিদর্শনে দেখা যায়, নকশা অনুযায়ী ভার্টিক্যাল ও বেস রডের দূরত্ব ১৫০ মিমি হওয়া কথা থাকলেও তা রাখা হয়েছে ২০০ মিমি, যা ড্রেনের স্থায়িত্বকে হুমকির মুখে ফেলেছে। এছাড়া বালু সলিং সঠিক লেভেলে হয়নি এবং খনন করা মাটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে, যা পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

এই বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী জানান, অনিয়ম সহ্য করা হবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকাদার শামীম আহমেদ দাবি করেন, মৌখিকভাবে আগে জানানো হয়নি, সরাসরি চিঠি দেওয়া হয়েছে এটি উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ জানান, নকশা অনুযায়ী কাজ না হলে কোনো বিল দেওয়া হবে না এবং প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।