ভুয়া সমন্বয়কারীদের হুঁশিয়ার করলেন দুদক চেয়ারম্যান
টুইট ডেস্ক : ভুয়া সমন্বয়কারীদের বিষয়ে সতর্ক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, এখনই প্রতিরোধ শুরু না করলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হবে। তিনি বলেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে একটি বাহিনী তৈরি হয়েছিল, যাকে বলা হতো ‘সিক্সটিন ডিভিশন’। এখন আবার আরেকটি সংকট দেখা দিয়েছে—তা হলো ভুয়া সমন্বয়কারী।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) বরিশাল সার্কিট হাউসে “দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা ও সেবার মানোন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
তিনি আরও বলেন, “বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যার রাজনৈতিক পক্ষপাত নেই। তাই এই সময়টা প্রশাসনিক শুদ্ধি আনার জন্য এক সুবর্ণ সুযোগ।”
চেয়ারম্যান বলেন, “আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এতটাই গভীর যে, তা এখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে নিরপেক্ষতা ধরে রেখে কাজ করলে পরিবর্তন সম্ভব। যদি আমরা স্ট্যান্ড নিতে পারি, পরিবর্তন আনা সহজ হবে।”
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার। বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন ও দুদকের বিভাগীয় পরিচালক মো. মোজাহার আলী সরদার।
দুদক চেয়ারম্যান বলেন, “আমরা অতীতের দুর্নীতিতে অতিরিক্ত সময় দিচ্ছি, যা আমাদের ভুল। আমাদের উচিত ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে মনোযোগী হওয়া।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”