যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর আলোচনায় ইতিবাচক সঙ্কেত

টুইট ডেস্ক : বাংলাদেশের ওপর আরোপিত ৩৫% পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার দরকষাকষির প্রথম দিনেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

৩০ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে শুরু হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন। তবে কতটুকু কমানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার অবশিষ্ট সময়েও বিষয়টি নিয়ে আলোচনা চলবে এবং শেষ দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগের দুই দফার আলোচনায় অমীমাংসিত থাকায় যেসব বিষয় ছিল, সেগুলোতে দুই পক্ষ একমত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া সুবিধাসমূহ বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ ও বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, এখন পর্যন্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ এই দফার আলোচনায় ইতিবাচক ফলাফল আশা করছে।