পাঁচ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

টুইট ডেস্ক : কর্মস্থলে অনুপস্থিতি, অনৈতিক প্রস্তাব, মারধর ও নির্যাতনের অভিযোগে পুলিশের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান

রংপুর মেট্রোপলিটনের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার

র‌্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা

ডিএমপির সাবেক এডিসি রাজীব দাস (বর্তমানে এসপি পদে সুপার নিউমারারি)

বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন

এসপি শিবলী কায়সার বরখাস্ত হয়েছেন, চাঁদাবাজির অভিযোগ করতে আসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে।

অতিরিক্ত এসপি জুয়েল চাকমার বিরুদ্ধে অভিযোগ—দুই বছর আগে প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার চিকিৎসকদের নির্যাতন ও আদালতে যথাসময়ে হাজির না করা।

এএসপি আফজাল হোসেন বরখাস্ত হয়েছেন এক কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ও তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে।

ডিআইজি আনিসুর রহমান ও এডিসি রাজীব দাসকে বরখাস্ত করা হয়েছে দায়িত্বপালনে অনুপস্থিত থাকায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।