খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা,সাড়ে পাঁচ কোটি টাকা ফ্রিজ
টুইট ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ও তাঁর লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেনের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাব থেকে ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
সিআইডি জানায়, তদন্তে মোতাল্লেস হোসেন ও তাঁর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ঘেঁটে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থপাচার ও অবৈধ সম্পদের সংশ্লিষ্টতা যাচাই করতে তাঁর স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণ চলছে।
সংঘবদ্ধ এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সিআইডি।