দুই ডেঙ্গু ও এক করোনা রোগীর মৃ’ত্যু

টুইট ডেস্ক : দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময় একজন করোনা রোগীর মৃত্যুও হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে নতুন করে ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনাভাইরাস শনাক্ত হয়েছে মাত্র তিনজনের শরীরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু মৃত্যুর মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি হাসপাতালে ভর্তি তরুণ এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের মধ্যবয়সী নারী। করোনায় মৃত ব্যক্তির বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এবং তিনি খুলনা বিভাগের একজন পুরুষ।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০,৯৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা শনাক্ত হয়েছে ৭১৯ জনের, যার মধ্যে ২৯ জনের মৃত্যু ঘটেছে।