রাজশাহীতে যুবলীগ-ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ১০
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে দুই জনকে বিস্ফোরণ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরও আটজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) আরএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে বিস্ফোরণ ও অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে, পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তিনজন অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছেন।
বিস্ফোরণ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া দুইজন হলেন এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯) ও রাহুল ভট্টাচার্য (২৭)। আরকান উদ্দিন বাপ্পি বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। অন্যদিকে রাহুল ভট্টাচার্য শাহমখদুম থানার ওমরপুর নওদাপাড়ার দিলীপ ভট্টাচার্যের ছেলে। তিনি রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।