মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের ঘোষণা জান্তার

টুইট ডেস্ক: দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে দেশটির সামরিক সরকার। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক লিখিত আদেশে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং। পরে এক অডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জান্তা মুখপাত্র জৌ মিন তুন। তিনি বলেন, “বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে আজ থেকেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো।”

গত মার্চে জেনারেল হ্লেইং ইঙ্গিত দিয়েছিলেন, ডিসেম্বর ২০২৫ অথবা ২০২৬ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জান্তা মুখপাত্র জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যেই ভোটগ্রহণ হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

মিয়ানমারে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এবং জরুরি অবস্থা জারি করে।

এই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় অং সান সুচি’র নেতৃত্বাধীন এনএলডি সরকার। সুচিসহ দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এখনো কারাগারে রয়েছেন। এমনকি ২০২৩ সালে এনএলডির নিবন্ধনও বাতিল করা হয়, ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না।

এদিকে জান্তাপ্রধান মিন অং হ্লেইং নিজে নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তিনি সরাসরি প্রার্থী না হলেও নির্বাচনের পরও প্রকৃত ক্ষমতা নিজের কাছেই রাখতে চাইবেন।

রাজধানী নেইপিদোতে এক সাম্প্রতিক অনুষ্ঠানে হ্লেইং বলেন, “আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। এখন দ্বিতীয় অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। সেই অধ্যায়ে প্রবেশের দরজা হচ্ছে নির্বাচন। আগামী ডিসেম্বরে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সূত্র- এএফপি