শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
টুইট ডেস্ক: রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার প্রথম শুনানিতে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ২২ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন হিসেবে ৩১ জুলাই নির্ধারণ করেন এবং মামলাগুলো বিচারের জন্য দুটি ভিন্ন আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।
এ মামলায় অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়েরা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।
মামলার বাকি আসামিরা হলেন রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ১ জুলাই আদালতের নির্দেশে আসামিদের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু তারা কেউই আদালতে হাজির হননি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত জানুয়ারিতে এই মামলাগুলো দায়ের করে। পরে ২৫ মার্চ অভিযোগপত্র জমা দেয়, যেখানে ২৮ জনকেই পলাতক দেখানো হয়।
এছাড়া গত এপ্রিলেও আদালত শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
দুদকের অভিযোগ, অভিযুক্তরা নিজেদের ও স্বজনদের নামে পূর্বাচলে অনিয়মের মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন, যা দুর্নীতির আওতায় পড়ে।