ভারতের ৬ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

টুইট ডেস্ক: ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাতে বলা হয়, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্টভাবে তেল ও রাসায়নিক পণ্যের বাণিজ্যে অংশ নেওয়ায় এই কোম্পানিগুলোর ওপর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ছয়টি ভারতীয় কোম্পানি হলো-

Alchemic Solutions Pvt Ltd

Global Industrial Chemicals Ltd

Jupiter Dye Chem Pvt Ltd

Ramnikkal S Gosalia and Company

Persistent Petrochem Pvt Ltd

Kanchan Polymer

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে “উল্লেখযোগ্য লেনদেনে সচেতনভাবে জড়িত” ছিল। ফলে নির্বাহী আদেশ ১৩৮৪৬-এর ধারা ৩(এ)(৩)-এর আওতায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরান তাদের তেল বিক্রির অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন এবং দেশটির জনগণের ওপর দমন-পীড়নে ব্যবহার করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা সেই অর্থপ্রবাহ বন্ধ করতে চাই, যা ইরান বিদেশে সহিংসতা ছড়াতে ও দেশে নিপীড়ন চালাতে ব্যবহার করে।”

নিষেধাজ্ঞার পরিণতি কী?

এই নিষেধাজ্ঞার ফলে-

মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যেকোনো স্থানে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও স্বার্থ ‘ব্লক’ বা জব্দ থাকবে।

যেসব কোম্পানি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার এই নিষিদ্ধ কোম্পানিগুলোর মালিকানায় রয়েছে, তারাও স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

যুক্তরাষ্ট্রের ভেতর দিয়ে বা মার্কিন নাগরিকদের মাধ্যমে এসব কোম্পানির কোনো সম্পদ, অর্থ, পণ্য বা সেবার লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া, এসব প্রতিষ্ঠানকে অর্থ, পণ্য বা সেবা প্রদান করা এবং তাদের পক্ষ থেকে তা গ্রহণ করাও নিষিদ্ধ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এ নিষেধাজ্ঞা শুধু ভারতের জন্যই নয়, বিশ্বব্যাপী ২০টির বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই অভিযোগে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।