আঙ্গোলায় জ্বালানির মূল্যবৃদ্ধি বিরোধী বিক্ষোভে নিহত ২২, গ্রেফতার ১,২০০’র বেশি

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে রক্তাক্ত সংঘর্ষ, নিহত অন্তত ২২ জন, আহত শতাধিক, সেনাবাহিনী মোতায়েন।

টুইট ডেস্ক: আঙ্গোলায় জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এই সহিংসতায় আহত হয়েছেন আরও ১৯৭ জন এবং গ্রেফতার হয়েছেন ১,২১৪ জনের বেশি।

সরকারি বিবৃতিতে বলা হয়, ডিজেলের দাম এক-তৃতীয়াংশ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ট্যাক্সি চালকদের সংগঠন তিন দিনের ধর্মঘট ডাকে। এর পর থেকেই রাজধানী লুয়ান্ডাসহ ছয়টি প্রদেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। লুটপাট, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে।

২৮ জুলাই সোমবার ও ২৯ জুলাই মঙ্গলবার রাজধানী লুয়ান্ডাসহ বিভিন্ন শহরে গুলির শব্দ শোনা যায় এবং দোকানপাট লুটপাটের ঘটনা ঘটে।

রাষ্ট্রপতি জোয়াও লোরেঞ্চোর নেতৃত্বাধীন মন্ত্রিসভা বুধবার এক জরুরি বৈঠকে বসে। সভা শেষে প্রেসিডেন্সি থেকে জানানো হয়, সংঘর্ষে নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। এছাড়া ৬৬টি দোকান, ২৫টি যানবাহন ভাঙচুর করা হয় এবং বেশ কিছু সুপারমার্কেট ও গুদাম লুটপাটের শিকার হয়।

প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কারণ এই দাঙ্গা দেশজুড়ে এক ধরনের ‘সামগ্রিক নিরাপত্তাহীনতার পরিবেশ’ তৈরি করেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল হোমেম বলেন, “এই সহিংসতা দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”