এসিল্যান্ড পদ থেকে ৩৭তম বিসিএসের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার

টুইট ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ৩৭তম বিসিএসের ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানায়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এসিল্যান্ডদের ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনে প্রশাসনের কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকরা (ডিসি) রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, আর ইউএনওসহ অন্যান্য বিসিএস কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসার হন। এসিল্যান্ডরাও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কাজে অংশ নেন।