ভাড়া চাওয়ায় বিএনপি নেতার পিটুনিতে দোকান মালিক নি’হত

টুইট ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়ার টাকা চাওয়ায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক দোকান মালিককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন ওই এলাকার মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে। তিনি ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাধারণ সম্পাদক এবং যে দোকানে বিএনপির কার্যালয় ছিল, সেটির মালিক।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসেবে জাহাঙ্গীরের দোকান ভাড়া নেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। দোকানটির বাৎসরিক ভাড়া নির্ধারিত হয় ৩০ হাজার টাকা। তবে কার্যালয়ের দোকানের ভাড়া পরিশোধ করা হয়নি।

বুধবার সকাল ১১টার দিকে বকেয়া ১০ হাজার টাকা চাইতে গেলে তোতা মেম্বার ও তাঁর ছেলেসহ কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, দোকান ভাড়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”