২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃ’ত্যু, ৩৮৬ জন ভর্তি

টুইট ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। একই সময়ে ৩৮৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

মারা যাওয়া দুইজনই পুরুষ, যাদের বয়স যথাক্রমে ৩৫ ও ২৫ বছর।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ভর্তি রোগীদের বিভাগীয় বিবরণ অনুযায়ী, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৬ জন, ঢাকা মহানগরীতে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।