কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগে এএসপি বরখাস্ত
টুইট ডেস্ক : পুলিশ কনস্টেবলের স্ত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। বরখাস্ত হওয়া এএসপি আফজাল বরিশাল আরআরএফে কর্মরত ছিলেন এবং এখন সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পারিবারিক বিরোধের জেরে ওই কনস্টেবলের স্ত্রী মৌখিক অভিযোগ দিতে বরিশাল আরআরএফ কমান্ড্যান্টের কাছে যান, যেখানে এএসপি আফজালের সঙ্গে তার দেখা হয়। পরে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বারংবার বিরক্ত করা হয় তাকে। এ সময় তিনি অনৈতিক প্রস্তাবসহ অর্থের প্রলোভন দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন, যদিও অভিযোগকারী কনস্টেবলের স্বামী ছিলেন।
এএসপি আফজাল অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করার কু-পরামর্শ ও সংসার ভাঙার চেষ্টা করেছেন, যা নৈতিকপক্ষে অগ্রহণযোগ্য এবং কর্মজীবনে অনুপযুক্ত হিসেবে বিবেচিত হয়। তিনি কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে বিভিন্ন উচ্চপদস্থ অফিসে অভিযোগ দাখিলেরও পরামর্শ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন আচরণ পুলিশ বাহিনীর ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং এটি ‘অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে গণ্য হয়। তাই ২১ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিয়োজিত থাকবেন এবং খোরপোশ ভাতা পাবেন।