রাজশাহী তানোরে জমি বিক্রির ১১ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলায় জমি বিক্রির পর সাব-রেজিস্ট্রি অফিস থেকে চুরি হওয়া ১১ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করায় প্রশংসায় ভাসছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।

গ্রেপ্তারকৃত চোরের নাম আরজেদ আলী (৩৪)। তিনি তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া (জোতপাড়া) গ্রামের সাইদুর রহমানের ছেলে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী মহানগরের শিরইল মঠপুকুর এলাকার মৃত রবিউল হকের স্ত্রী মাবিয়া খাতুন (৬৫) তানোরে অবস্থিত তার জমি ১১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আম্বিয়া খাতুনের (৬৫) কাছে। জমি বিক্রির পর সাব-রেজিস্ট্রি অফিসের ভেতরে এক চেয়ারে বসে পাশের চেয়ারে টাকা ভর্তি ব্যাগটি রাখেন মাবিয়া খাতুন। অসতর্ক মুহূর্তে একজন চোর ব্যাগটি নিয়ে চম্পট দেয়।

কিছুক্ষণ পর টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি সাব-রেজিস্ট্রারসহ উপস্থিত লোকজনকে জানান। সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনা নিশ্চিত হয় এবং থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই তানোর থানার ওসি আফজাল হোসেন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার রাতে অভিযানে নিজ বাড়ি থেকে চোর আরজেদ আলীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে মাটির নিচে লুকানো আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টাকার এ সফল উদ্ধারকে পুলিশের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের ফল বলছেন এলাকাবাসী। বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা বলেন, “এটি পুলিশের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত, যা ভবিষ্যতে সাধারণ মানুষের আস্থা বাড়াবে।”

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, “চুরি যাওয়া ১১ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”