পাকিস্তানের নৌবাহিনীতে তুর্কি নির্মিত বাবর শ্রেণির যুদ্ধজাহাজ

পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হলো তুর্কি নির্মিত বাবর শ্রেণির ফ্রিগেট — ‘PNS KHAIBAR (F-280)’!

আধুনিক অস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ এখন প্রস্তুত সমুদ্র সীমান্ত রক্ষায়!

বিশ্ব ডেস্ক: তুরস্কে নির্মিত বাবর ক্লাস ফ্রিগেট এখন পাকিস্তান নৌবাহিনীর আধুনিক যুদ্ধ সক্ষমতার নতুন প্রতীক। ‘PNS KHAIBAR (F-280)’ নামের এই যুদ্ধজাহাজটি বাবর শ্রেণির প্রথম ও প্রধান জাহাজ হিসেবে ইতোমধ্যেই পাকিস্তান নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে।

এই যুদ্ধজাহাজটি পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আধুনিক রাডার, ক্ষেপণাস্ত্র, ও সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তিতে সুসজ্জিত এই ফ্রিগেটটি পাকিস্তানের সমুদ্রসীমায় নিরাপত্তা ও শক্তির ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাকিস্তান নৌবাহিনী আরও কয়েকটি বাবর ক্লাস ফ্রিগেট পেতে যাচ্ছে, যা চীন-ভারত-আমেরিকা কেন্দ্রিক সামুদ্রিক ভূ-রাজনীতিতে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।