রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার
টুইট ডেস্ক: চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে চারটি চেকের মাধ্যমে মোট ২ কোটি ২৫ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৯ জুলাই) রাতে অভিযান চালানো হয়। এর আগে রোববার (২৭ জুলাই) বিকেলে রিয়াদসহ অন্য আসামিদের আদালতে হাজির করে চাঁদাবাজির মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে জানা যায়, সম্প্রতি গুলশান-২–এর একটি বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। বাসার মালিক শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। প্রথম দফায় ১০ লাখ টাকা আদায় করে অভিযুক্তরা। পরে স্বর্ণালঙ্কার সংগ্রহে গেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পাঁচজনকে আটক করা হয়।
ঘটনার পর গুলশান থানায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই রিয়াদ ও কাজী গৌরব অপু সমন্বয়ক পরিচয়ে বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে আওয়ামী লীগের দোসর ও স্বৈরাচারের সহযোগী বলে আখ্যা দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। পরে ভয় পেয়ে ১০ লাখ টাকা দেওয়া হয়। এরপর ১৯ জুলাই আবার যান বাকি টাকা আদায়ের জন্য। ২৬ জুলাই ফের টাকা তুলতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।