রাজশাহীতে হা’মলায় গুরুতর আ’হত ছাত্রদল নেতা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ আলী দলীয় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

গত সোমবার (২৮ জুলাই) গভীর রাতে রাজশাহী থেকে সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে হাসানের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফাইসাল সরকার ডিকো, যুবদল নেতা আঁকলেসুর রহমান সাজিম, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার, সদস্য সচিব আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুলেটসহ একাধিক নেতৃবৃন্দ।

রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফাইসাল সরকার ডিকো বলেন,

“ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের এভাবে দমন করার চেষ্টা চললেও আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না। ছাত্রদলের এই সাহসী নেতার দ্রুত আরোগ্য কামনা করছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন,

“ছাত্র রাজনীতির মাঠে যারা আদর্শ ও দলীয় চেতনায় উজ্জীবিত, তাদের এভাবে হামলার শিকার হতে হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক। মোহাম্মদ শুধু ছাত্রদলের নেতা নয়, সে আমাদের পরিবারের একজন। আমরা তার পাশে আছি, থাকব।”

নেতৃবৃন্দ হাসানের চিকিৎসার অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং তার পরিবারের সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।