থানচির দুর্গম পাহাড়ে ৩৮ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

টুইট ডেস্ক: থানচি উপজেলার দুর্গম ডাকছৈপাড়া এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনটি পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বিএ-১০২৩১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি। ক্যাম্পেইনটি আয়োজনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করেন ব্যাটালিয়ন অধিনায়ক বিএ-৭৮১৯ লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।

এ কার্যক্রমে স্থানীয় দরিদ্র ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ মোট ১০৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও সহায়ক চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ছিলেন ৩১ জন পুরুষ, ৫২ জন মহিলা এবং ২২ জন শিশু।

থানচি উপজেলাসহ পার্বত্য অঞ্চলের অনেক জায়গায় এখনো উন্নত চিকিৎসা সুবিধা পৌঁছেনি। এমন প্রেক্ষাপটে ৩৮ বিজিবি নিয়মিতভাবে এসব এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে চলেছে। বলিপাড়া ব্যাটালিয়ন এর আগে বহুবার গরীব ও অসহায়দের জন্য স্বাস্থ্যসেবা ও অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম চালিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীর পক্ষ থেকে।