দুর্নীতির মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।
দুদকের রাজশাহীর কৌঁসুলি বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, মামলাটিতে আবুল কালাম আজাদের বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি শুনে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল কালাম আজাদ বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনের নিজস্ব ফ্ল্যাটে বসবাস করছেন। রাজশাহীতে জেলা রেজিস্ট্রার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি অবসরে যান।
২০২৩ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগে বলা হয়, তিনি জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার সম্পদ অর্জন করেছেন।