রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১০ বছরের শিশুর মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শামভিল আহমেদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি মাত্র চার ঘণ্টা আগে ভর্তি হয়েছিল।
শামভিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ আলী একজন স্কুলশিক্ষক।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত আড়াইটার দিকে শিশুটিকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ছয় দিন ধরে জ্বরে ভুগছিল সে। অবস্থার অবনতি হলে ভোর সাড়ে চারটার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, এবং সেখানে ভোর পৌনে সাতটার দিকে মারা যায় সে। তার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না।
রামেক হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, “অনেক সময় রোগীর জ্বর কমে গেলে পরিবার মনে করে সে ভালো হয়ে গেছে। কিন্তু ডেঙ্গু হঠাৎ করেই খারাপের দিকে মোড় নিতে পারে। শামভিলের ক্ষেত্রেও দেরিতে হাসপাতালে আনা হয়েছিল।”
শিশুটির মামা গোলাম ফারুক জানান, শামভিল তার বোনের একমাত্র সন্তান। কয়েক দিন আগে ডেঙ্গু শনাক্ত হলে প্রাথমিক চিকিৎসায় জ্বর কমে যায়। তবে রোববার বিকেল থেকে অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে রাতেই রাজশাহীতে আনা হয়। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে শামভিলের দাফন সম্পন্ন হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি ডেঙ্গু মৌসুমে রামেকে এ নিয়ে চারজনের মৃত্যু হলো। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ২২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বর্তমানে চিকিৎসাধীন ১৯ জন।