বলিউডের ‘সিতারে জামিন পার’ ইউটিউবে মুক্তি পাচ্ছে, মাত্র ১০০ টাকায় দেখার সুযোগ
টুইট ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান অভিনীত আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’ অবশেষে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পাচ্ছে। আগামী ১ আগস্ট থেকে দর্শকরা মাত্র ১০০ টাকার বিনিময়ে এই ছবি দেখতে পারবেন।
প্রেক্ষাগৃহে সাফল্যের পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমির খান ছবিটি সাশ্রয়ী মূল্যে বিশ্বজুড়ে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই ইউটিউবের ‘সিনেমা অন ডিমান্ড’ বিভাগে মুক্তি দেওয়া হচ্ছে এই সিনেমাটি, যা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হবে না।
আমির খান ও জেনেলিয়া ডি’সুজার অভিনীত ‘সিতারে জামিন পার’ ইতোমধ্যে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, স্পেনসহ মোট ৩৮টি দেশে স্থানীয় মূল্যেই এটি উপলব্ধ থাকবে।
অভিনেতা ও প্রযোজক আমির খান বলেন, “গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি, যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না, তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়। এখন ইন্টারনেটের বিস্তার ও ইউটিউবের উপস্থিতির কারণে এটি সম্ভব হচ্ছে।”
তিনি আরও জানান, “আমার স্বপ্ন সিনেমা সবার কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছানো। যদি এই পদ্ধতি সফল হয়, তাহলে সৃজনশীলরা আরও অনেক গল্প বিনা বাধায় বলতে পারবেন।”
এছাড়াও, ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা ইউটিউবে মুক্তির সম্ভাবনা রয়েছে।