পাকিস্তানি বাহিনীর সঙ্গে শেখ হাসিনার তুলনায় দুঃখ প্রকাশ আসিফ নজরুলের
টুইট ডেস্ক : শেখ হাসিনার নৃশংসতা সম্পর্কে মন্তব্য করে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে তুলনা করার পর নিজের বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য প্রদর্শনীতে তিনি বলেন, “শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই।”
বক্তব্যটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে রাত সাড়ে ৭টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ড গুরুতর অপরাধ।”
তবে তিনি স্বীকার করেন, একাত্তরের পাকিস্তানি বাহিনীর সঙ্গে শেখ হাসিনার কর্মকাণ্ডের তুলনা করা ঠিক হয়নি। তিনি লেখেন, “দুটোই জঘন্যতম অপরাধ। কিন্তু তুলনা যথাযথ হয়নি। এতে যারা মনে করেছেন আমি পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে হালকা করেছি—তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”