প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে
টুইট ডেস্ক : টিকটকে প্রেম, তারপর চার মাসের পরিচয়ের পর প্রেমিকার টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এলেন যুবক সিতিয়ান জিং। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের খেয়াঘাটের মাঝির মেয়ে সুমাইয়া আক্তারের (১৯) সঙ্গে বিয়ে করে এখন শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন এই চীনা নাগরিক।
জানা গেছে, সুমাইয়া সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার বাবা সাইদুল মুন্সি নদীতে নৌকা চালিয়ে জীবিকা চালান। সুমাইয়ার সঙ্গে চীনের সাংহাই শহরের বাসিন্দা ও রেস্টুরেন্ট ব্যবসায়ী সিতিয়ান জিংয়ের (২৬) পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে। এরপর ইউটার্চ ও অনুবাদ অ্যাপ ব্যবহার করে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
মাত্র চার মাসের এই সম্পর্কের পর গত ২৪ জুলাই সিতিয়ান জিং বাংলাদেশে আসেন। প্রথমে ঢাকায় একদিন অবস্থান করার পর ২৬ জুলাই সুমাইয়ার পরিবারের সঙ্গে মাদারীপুরে চলে আসেন। ২৭ জুলাই তাদের বিয়ে হয়। প্রথমে কোর্ট ম্যারেজ এবং পরে সামাজিক আয়োজনের মাধ্যমে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সিতিয়ান জিং বলেন, “বাংলাদেশের পরিবেশ আমার ভালো লেগেছে, তবে খুব গরম। অনেক মানুষ আমাকে দেখতে আসে বলে কিছুটা ভয়ও লাগে। আমি ভালোবেসে এখানে এসেছি। এখন সব কাগজপত্র ঠিক করে সুমাইয়াকে চীনে নিয়ে যাব।”
সুমাইয়াও খুশি। তিনি বলেন, “ওর মা-বাবাও আমাকে মেনে নিয়েছেন। পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজ তৈরি করছি, এরপর চীনে যাব।”
এই বিয়ে নিয়ে পরিবার ও এলাকাবাসী বেশ উচ্ছ্বসিত। স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা জানান, এমন ঘটনা এলাকাতে প্রথম, যা সবাইকে চমকে দিয়েছে এবং আনন্দ দিয়েছে।