রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে দীর্ঘ চার বছর পর। তবে ১১ সদস্যের এই কমিটিতে মাত্র ৪ জনই নিয়মিত ছাত্র, বাকিদের ছাত্রত্ব শেষ হয়ে বহু বছর হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭ জনের ছাত্রত্ব ২০১০ সালের পর থেকে শেষ হয়েছে। অন্যদিকে মাত্র ৪ জন সদস্য বর্তমানে নিয়মিত ছাত্রত্ব রয়েছে।
এক ছাত্রদল নেতার অভিযোগ, ‘আমরা চাইেছিলাম তরুণ ছাত্রদের নিয়ে কমিটি, কিন্তু সিনিয়রদের সম্মান দেখানোর জন্য এমন কমিটি দেওয়া হয়েছে যা বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মানানসই নয়। অল্প সময়ের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।’

কমিটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘যারা এমফিল বা মাস্টার্স করছেন, তাদের ছাত্রত্ব শেষ হয়নি। আমরা এখনো ব্যবসা কিংবা চাকরিতে নিযুক্ত নই, তাই ছাত্র রাজনীতি করছি। পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানো হবে এবং ভবিষ্যতে কাউন্সিলের মাধ্যমে হল কমিটি গঠন করা হবে।’






