নতুন আইন অনুযায়ী নির্বাচনের আগ পর্যন্ত হালনাগাদ হবে ভোটার তালিকা
টুইট ডেস্ক : নতুন সংশোধিত ভোটার তালিকা আইন অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।
সিনিয়র সচিব জানান, এ বছর মার্চের ২ তারিখে প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে, যার পর হালনাগাদের কাজ চলছে। আগামী সপ্তাহে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে, যাতে ২০২৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররা যুক্ত থাকবেন।
আইন সংশোধনের ফলে এবার নির্বাচন ঘোষণার আগে আরেকটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে, যা তফসিল ঘোষণার এক মাস আগে প্রস্তুত করা হবে। এর ফলে নির্বাচন ঘোষণার পর তালিকা আপডেটের সুযোগ থাকছে।
এর আগে ২৪ জুলাই রাতে ভোটার তালিকা আইন-২০০৯ সংশোধন করে ভোটার তালিকা অধ্যাদেশ ২০২৫ গেজেট প্রকাশ করা হয়। নতুন আইন অনুযায়ী ইসি চাইলে বছরের যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ করতে পারবে।
আইনের পুরাতন বিধান অনুযায়ী, ভোটার তালিকা ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ ছিল তাদের ভিত্তিতে তৈরি হতো, ফলে নির্বাচনের আগের বছরের ১ জানুয়ারি থেকে নির্বাচন পর্যন্ত বয়স পূর্ণ হওয়া নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হতো না। নতুন অধ্যাদেশে ‘কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখ’ পর্যন্ত বয়স পূর্ণ হওয়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
নতুন আইন অনুসারে, ভোটার তালিকা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত অথবা নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ করা হবে। এতে ভোটার তালিকা আরও সঠিক ও আপডেটেড থাকবে।