জুলাই গণহ’ত্যার বিচারে হতাশ না হওয়ার আহ্বান ড. আসিফ নজরুলের
টুইট ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া যথাযথভাবে এগোচ্ছে এবং বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় আসবে। তিনি আগামী প্রজন্মের কাছে হতাশ না হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
ড. আসিফ বলেন, “যে কোনো সরকারই বিচার প্রক্রিয়ায় গাফিলতি করবে না, কারণ সবাই এই ঘটনার শিকার। আমাদের পক্ষ থেকে অকাট্য প্রমাণ রাখা হয়েছে, যাতে কোনো সরকার বিচার থেকে সরে আসতে না পারে।”
তিনি আরো বলেন, “শহীদের পিতা হতাম, তাহলে আমিও আরও বেশি ইমোশনাল ও সমালোচনামূলক হতেন। তবে আমাদের আন্তরিকতা ও পরিশ্রমের ওপর সন্দেহ করা ঠিক নয়।”
উপদেষ্টা উল্লেখ করেন, জুলাইয়ে মানুষের ওপর নৃশংস অত্যাচার ও হত্যা হয়েছে যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাকেও ছাড়িয়ে গেছে। তিনি বলেন, “শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, তেমন ভয়াবহ কিছু পাকিস্তানি বাহিনীও করেনি।”
তিনি আরো বলেন, “এত বড় গণহত্যার পরও সরকার এবং আওয়ামী লীগ কোনো অনুশোচনা প্রকাশ করেনি। একটি দল দীর্ঘ ১৫ বছর ধরে মিথ্যা তথ্য ছড়িয়ে ও নির্যাতন চালিয়ে আসছে।”
ড. আসিফ নজরুল সবার প্রতি আহ্বান জানান, বিচার প্রক্রিয়াকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে এবং দেশের শুদ্ধিকরণে একযোগে কাজ করতে হবে।