ঈশ্বরদীতে বালু ব্যবসা নিয়ন্ত্রণে সংঘ’র্ষ, গু’লিবিদ্ধ স্পিডবোট চালক
নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে বালুমহালের দখল ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সালমান হোসেন (৩৮) নামে এক স্পিডবোট চালক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার পদ্মা নদীসংলগ্ন ইসলামপাড়া ঘাট, আরামবাড়িয়া, গৌরীপুর ও বিলমাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সালমানকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, নদীপথে চলার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর পেছন থেকে ধাওয়া করে এবং গুলি চালায়। গৌরীপুর এলাকায় পৌঁছালে তাঁর পিঠে গুলি লাগে। তিনি স্পিডবোট থামালে হামলাকারীরা সেটি ছিনিয়ে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর বিভিন্ন প্রান্তে বালুমহাল নিয়ে দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর যুবদল নেতা সুলতান আলী বিশ্বাস টনি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মেহেদী হাসানের সঙ্গে নাটোরের লালপুরের যুবলীগ নেতা শহীদুল ইসলাম ও কাঁকন পক্ষের বিরোধ চলে আসছিল। গত কয়েক মাসে এ নিয়ে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে।
ঘটনার একটি ভিডিও ড্রোনের মাধ্যমে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শহীদুল ইসলাম ও কাঁকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর বলেন, “ঘটনার পরপরই থানা ও নৌপুলিশ সদস্যরা নদীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে।”