মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারে দৃঢ় প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
টুইট ডেস্ক : গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ন্যায়বিচার শুধু শাস্তি নয়, বরং এমন রাষ্ট্র গড়ার লক্ষ্য, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না।”
মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “জুলাই-অভ্যুত্থান ছিল জাতির সাহসিকতার প্রতীক। এই সময় রাষ্ট্রীয় সহিংসতায় প্রাণ হারান অন্তত ১,৪০০ মানুষ। জাতিসংঘের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে—এই সহিংসতা ছিল পূর্বপরিকল্পিত ও রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত।”
প্রধান উপদেষ্টা জানান, মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্তে জাতিসংঘের ভূমিকা এবং বিবিসি, আল জাজিরার মতো গণমাধ্যমের অনুসন্ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে তিনি জাতিসংঘ হাইকমিশনারের দপ্তরকে ধন্যবাদ জানান তাদের প্রামাণ্য প্রতিবেদন ও সুপারিশের জন্য।
বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে রয়েছে দণ্ডবিধি সংশোধন, গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যোগদান, জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক এবং ঢাকায় একটি কারিগরি সহায়তা মিশনের পরিকল্পনা।
প্রফেসর ইউনূস বলেন, “আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে কাজ করছি, যেখানে সবাই শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে। গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং মানবাধিকারের প্রতি অঙ্গীকারই আমাদের আগামী পথচলার ভিত্তি।”