তিন দিন পর চালু চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী বাস চলাচল

নিজস্ব প্রতিবেদক : তিন দিন স্থবির থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে দুই জেলার বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে বিরোধ নিষ্পত্তির পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সময় নির্ধারণ, বিলম্ব জরিমানা এবং নির্দিষ্ট সময়সীমায় বাস ছাড়পত্র নেওয়ার নিয়মসহ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছানো হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার জানান, বিলম্বজনিত বিরোধের কারণেই মূলত এই ধর্মঘটের সূত্রপাত হয়। সমঝোতা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ী এবং রাজশাহীর বিন্দুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত প্রতিটি বাসকে ৪০ মিনিটের মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে। বিলম্ব হলে পরবর্তী বাস কর্তৃপক্ষকে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া বিরোধে জড়িত দুই বাসচালক রাজশাহীর রঞ্জু ও চাঁপাইনবাবগঞ্জের বাবুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে বিরতির সময় নিয়ে দুই জেলার বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর পর সন্ধ্যা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তিন দিন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সমঝোতা সভায় দুই জেলার মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।