টঙ্গিতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ২ কিমি দূরের বিলে মিলল মরদেহ

টঙ্গিতে খোলা ম্যানহোলে নিখোঁজ নারী, ২ কিমি দূরের বিলে মিলল নিথর দেহ

টুইট ডেস্ক: গাজীপুরের টঙ্গি এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া চাকরিজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতির (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনার ৩৭ ঘণ্টা পর।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টঙ্গির বাসপট্টি এলাকার টেকবাড়ি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ঘটনার সূত্রপাত রোববার রাত ৮টার দিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে। অফিস শেষে বাসায় ফেরার পথে অন্ধকারে খোলা ম্যানহোলে পড়ে যান জ্যোতি। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে টানা দুই দিন অভিযান চালায়। মঙ্গলবার সকালে, ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি বিলে তার মরদেহ ভেসে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহে পরনের জামাকাপড়, হাতঘড়ি, গলার চেইন ও চুড়ি অক্ষত অবস্থায় ছিল। এসব দেখে স্থানীয়রা নিশ্চিত হন যে এটি জ্যোতির মরদেহ। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহতের এক প্রতিবেশী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “আজকে আমার বোন মরেছে, কালকে আপনার বোনও হারাতে পারে, আপনার মা, আপনার বাচ্চাও হারাতে পারে।” তিনি আরও বলেন, “বড় বড় ড্রেনের মুখ খোলা, কোনো স্ল্যাব নেই। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। কেউ পড়ে গেলে আর খোঁজ মেলে না।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, খোলা ম্যানহোলগুলোতে কোনো সতর্কতা চিহ্ন বা ঢাকনা না থাকায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন।

এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সতর্কতা ও জনসচেতনতামূলক বার্তা:

এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করল, শহুরে ব্যবস্থাপনায় অবহেলার ফল কী হতে পারে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।