রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, দুই দিনেও মামলা হয়নি
টুইট ডেস্ক : রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গ্রেপ্তারও করা হয়নি কাউকে। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত দফায় দফায় হামলা চালানো হয়।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও সাধারণ মানুষ এখনো আতঙ্কে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, পুনরায় হামলার ঘটনা ঘটতে পারে। অনেকে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন, আর কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন অপরাধীদের ধরাশায়ী না করার বিষয়ে।
গঙ্গাচড়া থানার ওসি আল এমরান বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে পুলিশ যোগাযোগ রাখছে এবং তারা অভিযোগ দিলে মামলা নেয়া হবে। হামলাকারীদের সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, তারা পাশের কিশোরগঞ্জ উপজেলা থেকে এসেছে। শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হামলার পর থেকে অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। মঙ্গলবার সকালে কিছু পরিবার বাড়িতে ফিরে এসে মেরামতের কাজ শুরু করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের টিন, বাঁশ, কাঠ ও শ্রমিক দিয়ে সহায়তা দেওয়া হচ্ছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান মৃধা জানান, ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা করা হচ্ছে এবং মামলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে।
প্রসঙ্গত, শনিবার ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ওই কিশোরের গ্রামে ঢুকে ভাঙচুর চালায়। সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে মঙ্গলবার পর্যন্ত এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে, যা স্পষ্ট করে দেয়—ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।