রাজশাহীতে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন ফেরত দিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম আজ (২৯ জুলাই) সকাল ১০:৩০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি দায়ের করেন ৫১ জন। পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ওই মোবাইলগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে ভিভো ৭টি, স্যামসাং ১১টি, শাওমি ৯টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৪টি, মোটোরলো ২টি, টেকনো ১টি, ওপ্পো ৬টি, হুয়াই ৩টি এবং সেম্পনি ব্র্যান্ডের ১টি ফোন রয়েছে।

এছাড়া উদ্ধারকৃত বিকাশে ১৫,৫০০ টাকা প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “প্রকৃত মালিকদের কাছে ফোন ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্য আগামীতে আরও বিস্তৃত হবে বলে আশা করছি।”

মোবাইল ফোন হারানো ব্যক্তিরা রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।