রাঙামাটিতে সেনা অভিযানে বিপুল অ’স্ত্র ও গু’লি উদ্ধার

টুইট ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের দুর্গম পাহাড়ে সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও গোপন যন্ত্রপাতি উদ্ধার করেছে। অভিযানে সশস্ত্র গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, অভিযান এখনো চলছে এবং শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

১টি একে-৪৭ রাইফেল

৩টি দেশীয় বন্দুক

১টি দেশীয় পিস্তল

১টি একে-৪৭ ম্যাগাজিন

৬ রাউন্ড গুলি ও ৪২টি খালি কার্তুজ

৪টি ওয়াকিটকি সেট ও ব্যাটারি

১টি অ্যামুনিশন পাউচ

১টি জিপিএস ডিভাইস

৩টি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা

২টি বোতাম আকৃতির গোপন ক্যামেরা

১টি চশমা

ইউপিডিএফ লং লাইভ লেখা পাঁচটি আর্মব্যান্ড

ইউপিডিএফ পতাকা তিনটি

বিভিন্ন প্রকার ১০টি বই

চাঁদা আদায়ের দুটি রশিদ বই

সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে আইএসপিআর জানিয়েছে।