চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে ঐক্য চান নাহিদ

টুইট ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গাজীপুরের কিছু সন্ত্রাসী দলটির গণঅভ্যুত্থানের শক্তিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। তবে তারা কোনোভাবেই সফল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদীরা কিছুদিন আগে গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখতে পারেনি। আমরা সেদিনও সেখানে গিয়েছি, আজ এসেছি গাজীপুরের মাটিতে। ভয় দেখিয়ে আমাদের পথ রোধ করা যাবে না।”

পথসভায় তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে জুলাই আন্দোলনে একসঙ্গে দাঁড়িয়েছিলাম, আজও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।