রাজশাহীতে ২৭ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে জব্দ করেছে পুঠিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুঠিয়া থানা পুলিশ। তবে জালের মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের নিমিত্তে মোবাইল কোর্ট/ অভিযান চালিয়ে ২ হাজার ৭০০ মিটার (২৯ টি) কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৭ হাজার টাকা যা পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুঠিয়া উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুঠিয়া থানা পুলিশ।
এ সময় পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানা পুলিশসহ বানেশ্বর বাজারে ভুমি অফিসের সামনে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় আমাদের উপস্থিত টের পেয়ে মালিক পালিয়ে যায়। পরে আমরা জাল গুলো জব্দ করে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর স্যার ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের উপস্থিতিতে সেগুলো পুরিয়ে ধ্বংস করা হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ২৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।