বান্দরবানে দেশপ্রেম ও নীতির শ্লোগানে মেধাবীদের সংবর্ধনা
বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি
বান্দরবান প্রতিনিধি: “দেশকে ভালোবাসব, নীতির পথে চলবো”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে অনুষ্ঠিত হলো মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।
বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি তার বক্তব্যে বলেন,
“শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের মাঝে অনুপ্রেরণা জাগাতে হবে। এই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসিফ রায়হান।
এই আয়োজনে সরকারি বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবকগণ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা যারা এই পুরস্কার পেলে, তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা। মাদক, দুর্নীতি ও অনৈতিকতা থেকে দূরে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাও।”
আয়োজনে সম্মাননা ও বৃত্তিপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ভবিষ্যতে আরো সহযোগিতা থাকবে বলেও জানান আয়োজকরা।