প্রধান উপদেষ্টাকে সৌদির আমন্ত্রণ
সৌদি আরবের ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’-এ প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ। এটি প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরকারপ্রধানকে আমন্ত্রণ।
টুইট ডেস্ক: সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9)’ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।
আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর, ২০২৫ সালে রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ এক সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এই আমন্ত্রণপত্রটি পাঠিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান নিজে।
বাংলাদেশ থেকে প্রথম সরকারপ্রধান হিসেবে আমন্ত্রিত
২০১৭ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয়ে আসা এই সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশ থেকে কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হলো। এই সম্মেলন বিশ্বব্যাপী বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস সৌদি যুবরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি আমন্ত্রণটি সম্মানের সাথে গ্রহণ করেছি এবং এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি।”
সৌদি যুবরাজের বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা
বৈঠকে আরও আলোচিত হয় বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি। প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে রাষ্ট্রদূত নিশ্চিত করেন।
‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII)’ একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যা সৌদি আরবের Public Investment Fund (PIF)-এর তত্ত্বাবধানে আয়োজন করা হয়ে থাকে।
বিশ্বের রাষ্ট্রপ্রধান, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে এটি একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।