সরকার নিজেরাই নিজেদের ওপর আস্থা হারাচ্ছে : জি এম কাদের

টুইট ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরাই এখন এই সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, “সরকারঘনিষ্ঠরাই বলছেন, এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে। তাঁরা বলছেন, বর্তমান সরকারের নির্বাচন পরিচালনার সক্ষমতা নেই এবং এটি নিরপেক্ষ নয়।”

তিনি অভিযোগ করেন, প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, অথচ নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “এই অবস্থায় কীভাবে সরকারকে নিরপেক্ষ বলা যায়?”

বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, দেশের বর্তমান সংকট—বেকারত্ব, বিনিয়োগ স্থবিরতা, গার্মেন্ট খাতের দুরবস্থা ইত্যাদি থেকে উত্তরণে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো দল সরকারি সুবিধা ভোগ করতে পারবে না।

তিনি অভিযোগ করেন, সরকারের সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং পাসপোর্ট দেওয়া হয়নি। জুলাই আন্দোলনের পর জাতীয় পার্টির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, “সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাঁকে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে উপদেষ্টারা যেভাবে জনরোষে পড়েছেন, তা থেকেই বোঝা যায় দেশের মানুষ ক্ষুব্ধ।”

এছাড়া জি এম কাদের অভিযোগ করেন, সরকার জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাঁর ভাষায়, “জি এম কাদেরবিহীন জাতীয় পার্টি গঠনের চেষ্টা চলছে, যেহেতু আমাদের নিষিদ্ধ করে দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাচ্ছে না।”