শাহজাদপুরে দুস্থ ২ হাজার রোগী পেল সেনাবাহিনীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত দুই হাজার দুস্থ রোগী সেনাবাহিনীর সহযোগিতায় চিকিৎসা সহায়তা পেয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে থেকে উপজেলার গালা ইউনিয়নের দুগলি উচ্চ বিদ্যালয়ে চলে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষগুলো এ চিকিৎসা সেবা পান।

জুলাই বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় রোগীদের চিকিৎসা সেবার আওতায় ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। আশেপাশের এলাকার এসব রোগীদের মেডিকেল ক্যাম্পেইনে প্রসূতিরোগ, দন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞগণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

এসময় চিকিৎসা সেবা নিতে আসা বেনুটিয়া গ্রামের হাসেম আলী, আশরাফ হোসেন ও ছোনেকা খাতুন জানান, আমাদের প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উন্নত চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। রাস্তা ঘাট খুব খারাব। দূরে শহরে গিয়ে চিকিৎসা করাও দুরোহ। আমাদের সেনাবাহিনীর চিকিৎসকরা এসে চিকিৎসাও দিয়েছে, আবার টাকা ছাড়া ওষুধও দিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।