টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি (২৭) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।
রবিবার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জ্যোতির বাড়ি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ায়। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে এবং লোটন ও শোভনের বোন। পেশায় ওষুধ কোম্পানির কর্মী জ্যোতি হোসেন মার্কেট এলাকাতেই বসবাস করতেন।
স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের একটি ঢাকনাবিহীন ম্যানহোলে হঠাৎ পা পিছলে পড়ে যান তিনি। সাথে সাথে এলাকাবাসী উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহিন আলম জানান, রাতেই উদ্ধার কাজ শুরু করা হয়।
আজ সোমবার (২৮ জুলাই) পর্যন্ত অভিযান চলছে। প্রায় দশ ফুট গভীর ওই ম্যানহোলে নামিয়ে দেওয়া হয়েছে উদ্ধারকারী দল।
ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইসকান্দার হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।